kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

কঙ্গনার আক্রমণের জবাব দিলেন রণবীর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মে, ২০১৯ ১৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেকঙ্গনার আক্রমণের জবাব দিলেন রণবীর

যেটা যখন মনে হয় আগুপিছু না ভেবে সেটাই বলে বসেন। এ বদনাম কঙ্গনা রানাওয়াতের সব সময়ের জন্যই রয়েছে। সম্প্রতি, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আক্রমণ করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে। কেন যে কঙ্গনা রণবীর-আলিয়ার উপর তিনি এতটা খাপ্পা, তা একমাত্র তিনিই জানেন!

বেশকিছুদিন আগে, এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কঙ্গনা বলেন, 'রণবীর নিজেকে ইয়ং বলে দাবি করেন, অথচ ওর বয়স তো ৩৭। আর আলিয়াকে নতুন প্রজন্মের তারকা বলা হচ্ছে, ওর বয়স ২৭। ওই বয়সে আমার মায়ের ৩ টা বাচ্চা হয়ে গিয়েছিল। এটার কোনও মানে হয় না ও বচ্চা নাকি বোবা বুঝতে পারি না..' 

মনিকর্ণিকার প্রচারে গিয়েও রণবীর-আলিয়ারে আক্রমণ করেছিলেন কঙ্গনা, বলেছিলেন,  'রণবীর, আলিয়ারা দেশ নিয়ে মাথা ঘামান না, তাঁরা রাজনৈতিক কোনও বিষয়ে মতামত রাখেন না, ওনারা শুধুই নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত।' জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা