মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
কিম কার্দাশিয়ান নামী মডেল। অভিনয়েও করছেন। টিভিতে নিয়মিত দেখা যায় তাকে। আর তিনিই কিনা দোকান থেকে সানগ্লাস চুরি করেছিলেন! একটি টিভি সাক্ষাৎকারে একেবারে নির্দ্ধিধায় জানিয়ে দিলেন মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান।
তিনি বলেন, তখন সবে কিশোরী হয়েছি। তিনি ও তার বোন বেড়াতে গিয়েছিলেন হাওয়াই দ্বীপে। সেই সময় তার বোনের একটি সানগ্লাসের প্রয়োজন ছিল। সামনেই একটি ব্র্যান্ডেড চশমার দোকান ছিল। দোকানটিও ছিল খালি। তাই আর দেরি না করে দোকানে ঢুকে পছন্দসই চশমাটি তুলে পালান তারা।
অনেক বছর পর বিখ্যাত বিদেশি মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান জানালেন এই গোপন তথ্য। এতো টাকার মালিক কিম এখনো সযত্নে রেখে দিয়েছেন ওই দামি রোদচশমাটি।
মন্তব্য