kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

'সালেহ চাচা, জমিয়ে গল্প করুন হুমায়ূনের সাথে'

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৯ ১৫:৫৫ | পড়া যাবে ২ মিনিটে'সালেহ চাচা, জমিয়ে গল্প করুন হুমায়ূনের সাথে'

নন্দিত অভিনেতা সালেহ আহমেদ মারা গেছেন। আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।

সালেহ আহমেদকে স্মরণ করে ফেসবুকে লিখেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি লিখেছেন, মানুষটাকে ১৯৯১ থেকে চিনি। ‘জননী’ নাটকে কাজ করতে গিয়ে। কতো কাজ একসাথে! ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে আমার বাবা। অনেক রসিক ছিলেন মানুষটা। এমন উপাদেয় ভাবে গল্প বলতে পারতেন! তার মুখে সাধারণ ঘটনাও রসাত্বক গল্পে পরিণত হতো। হুমায়ূন আহমেদ তার গল্প বলার ভক্ত ছিলেন। এই মানুষটার ভক্ত ছিলেন। তার অভিনয়ের ভক্ত ছিলেন।
“পুষ্প, তুমি কি পেরাইভেটে গান করো?”
‘উড়ে যায় বকপক্ষী’ ধারাবাহিকের এই সংলাপটা বলার সময় তার মুখভঙ্গী, তার অঙ্গভঙ্গী এই মুহূর্তেও চোখের সামনে ভাসছে! 
দীর্ঘদিন বিছানায় পড়ে ছিলেন। পরম করুণাময় তার কষ্টের অবসান করেছেন। 
সালেহ চাচা... এবার জমিয়ে গল্প করুন হুমায়ূন এর সাথে...

মন্তব্য