kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

হিন্দির সঙ্গে দক্ষিণী ছবিতেও জনপ্রিয় সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

২২ এপ্রিল, ২০১৯ ০৯:১১ | পড়া যাবে ১ মিনিটেহিন্দির সঙ্গে দক্ষিণী ছবিতেও জনপ্রিয় সানি লিওন

জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। হিন্দি সিনেমার সঙ্গে দক্ষিণী সিনেমাও তার বেশ প্রিয়।

সানি বর্তমানে মালায়ালাম ছবি রঙ্গিলায় অভিনয় করছেন। মালায়ালাম সুপারস্টার মামুট্টির সঙ্গে মাদুরাই রাজায় অভিনয় করেছেন যা গত ১২ এপ্রিল মুক্তি পেয়েছে। এই ছবির একটি গানে অভিনয় করেছেন সানি। 

কেরালার জনগণের কাচে অত্যন্ত প্রিয় হয়েছে এই গানটি। মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেটে।  

সম্প্রতি মামুট্টির সঙ্গে সানির একটি ছবি প্রকাশ্যে এসেছে। দর্শকদেরও উৎসাহ ক্রমশ বাড়ছে। সানি লিওনের নাচ কেরালার জনগণের উৎসাহ বাড়িয়েছে। সানিও মামুট্টিকে তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন। 

মন্তব্য