kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

বিরতির পর

কালের কণ্ঠ অনলাইন   

১৯ এপ্রিল, ২০১৯ ১১:০২ | পড়া যাবে ১ মিনিটেবিরতির পর

বছর দুই আগে শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। সেই ছবি ‘রেড স্প্যারো’ মুক্তি পেয়েছিল গেল বছরের শুরুর দিকে। মুক্তির আগে প্রচারণায় জেনিফার লরেন্স জানিয়েছিলেন, অভিনয় থেকে কিছুদিনের বিরতিতে আছেন। বলেছিলেন পাঁচ বছর ধরে টানা কাজ করে তিনি ক্লান্ত। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী। থিয়েটারে প্রশংসিত পরিচালক লিনা নিউজেবায়েরের প্রথম ছবিতে অভিনয় করবেন লরেন্স। ড্রামা ঘরানার ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ছবির চিত্রনাট্য লরেন্স খুবই পছন্দ করেছেন।

সূত্রটি আরো জানায়, টানা ছবি করার ক্লান্তি, সম্পর্ক ভেঙে যাওয়া, নতুন সম্পর্কে জড়িয়ে পড়া—সব মিলিয়ে দীর্ঘ বিরতি নিতে চেয়েছিলেন লরেন্স। কিন্তু লিনার ছবির চিত্রনাট্য পড়ার পর মত বদলান। ছবিটির শুটিং কবে শুরু হবে সেটা অবশ্য জানা যায়নি। লরেন্স এখনো ছবিটি করা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যও দেননি। তবে এই ছবির আগেই পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। সুপারহিরো ঘরানার ‘ডার্ক ফিনিক্স’ মুক্তি পাবে আগামী ৬ জুন।

মন্তব্য