kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

মঞ্চে দাঁড়িয়ে যা বললেন প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ এপ্রিল, ২০১৯ ১০:৩০ | পড়া যাবে ১ মিনিটেমঞ্চে দাঁড়িয়ে যা বললেন প্রিয়াঙ্কা

যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে বলিউডে প্রথম মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের আঙুল তুলেছিলেন নানা পটেকরের দিকে। তারপর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। সম্প্রতি ‘দ্য উওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এর মঞ্চে দাঁড়িয়ে যৌন হেনস্থার প্রতিবাদ জানালেন প্রিয়াঙ্কা।

মঞ্চে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘যৌন হেনস্থা নারীদের সঙ্গে ঘটবে। এ যেন নিয়ম! তবে এখন অনেক নারী এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তা হলে আর নিজেকে একা মনে হবে না।’

#মিটু মুভমেন্টের পর ইন্ডাস্ট্রির অবস্থা কি আদৌ কিছু বদলেছে? অনেকে মনে করেন, অন্তত কোনও অপকর্ম ঘটানোর আগে হেনস্থাকারীরা একবার হলেও ভাবছেন।

আবার অন্য একটা অংশের মতে, #মিটু মুভমেন্ট কিছুই বদলাতে পারবে না। এতোদিন আগের হেনস্থার ঘটনার অভিযোগ এতদিন পরে কেন মহিলারা প্রকাশ্যে বলছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

তবে সব মিলিয়ে যে কোনও পরিস্থিতিতেই হোক, মেয়েদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা।

মন্তব্যসাতদিনের সেরা