kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

স্বপ্নার গানে সানি লিওনের নাচ, ভাইরাল ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৯ ১৩:১২ | পড়া যাবে ১ মিনিটেস্বপ্নার গানে সানি লিওনের নাচ, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার টিক টক অ্যাপে মাঝে মধ্যেই ভিডিও আপলোড করেন  সানি লিওন। সম্প্রতি এক নারী ভক্তের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করেছেন সেখানে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

স্বপ্না চৌধুরির জনপ্রিয় গান ‘তেরি আখিঁয়া কা যো কাজল’ গানে নাচছেন সানি লিওন। সেই নাচ এতটাই আনন্দদায়ক যে ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ছে।

ওই গানের সঙ্গে নাগিন ডান্সের স্টাইলে নাচছেন সানি। পরণে কালো পোশাক। তবে এটাই প্রথমবার নয়, এর আগে নিজের ছবির গান ‘লায়লা’তে নেচেও টিক টকে ভিডিও পোস্ট করেছেন সানি লিওন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই এই ‘তেরি আখিঁয়া কা যো কাজল’ গানে নাচতে দেখা গিয়েছিল দিল্লির এক আইপিএস অফিসারকে। ২০১৮ তে এই গানটি ইউটিউবে ট্রেন্ডিং হয়ে যায়। রজনীকান্তের ছবির ট্রেলারকেও হারিয়ে দিয়েছিল এই গান।

মন্তব্যসাতদিনের সেরা