kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

শুটিংয়ের জন্য কক্সবাজারে সব্যসাচী

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৯ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেশুটিংয়ের জন্য কক্সবাজারে সব্যসাচী

বাংলাদেশের কক্সবাজারে এসেছেন টালিগঞ্জের বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। জানা গেছে, 'গুণ্ডি' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। সেই সিনেমার দৃশ্যধারণের জন্যই কক্সবাজারে রয়েছেন এখন।

বাংলাদেশের গুণী অভিনেত্রী ও বর্তমান সাংসদ সুবর্ণা মুস্তাফা ওই সিনেমায় অভিনয় করছেন। ইতোমধ্যেই লন্ডনের পাঁচটি শহরে সিনেমাটির প্রথম অংশের দৃশ্যধারণ করা হয়েছে। বুধবার থেকে কক্সবাজারে শুরু হবে দৃশ্যধারণ।

শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ২৫ মার্চ রাতে ঢাকায় আসেন ফেলুদা। পরে মঙ্গলবার সকালে বিমানে কক্সবাজার উড়ে যান তিনি। একদিন বিশ্রামের পর বুধবার শুরু হবে দৃশ্যধারণ।

জানা গেছে, সুবর্ণা মুস্তাফা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা, পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। রেজা আরিফ লিখেছেন ‘গুণ্ডি’র চিত্রনাট্য।

সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে। অবসর গ্রহণের পর নারী-পুরুষের সম্পর্ক আসলে কেমন হয়, পরিবার ও চারপাশের মানুষ বিষয়টিকে কীভাবে দেখে, সেসব উঠে আসবে সিনেমাটিতে।

মন্তব্যসাতদিনের সেরা