kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

নতুন চলচ্চিত্রে দীপিকার এসিড ঝলসানো মুখ

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৯ ১১:৫৯ | পড়া যাবে ২ মিনিটেনতুন চলচ্চিত্রে দীপিকার এসিড ঝলসানো মুখ

এসিডে ঝলসে গেছে মুখ। তবুও হাসিমুখে দেখা দিলেন দীপিকা পাড়ুকোন। বলিউড সুন্দরীর এমন মলিন হাসির ছবিটিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কে এসিডে ঝলসে দিলো দীপিকাকে, এমন প্রশ্ন নিশ্চয়ই মনে ভাসছে? না, ভীত হওয়ার কিছু নেই। অভিনেত্রী দীপিকা সুস্থই আছেন। তবে এসিডে ঝলসানো মুখ নিয়ে তিনি হাজির হবেন নতুন এক চলচ্চিত্রে।

৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘রাজি’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মেঘনা গুলজার। এই নির্মাতার নতুন সিনেমা ‘ছাপাক’। সেখানে ভারতে এসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনের গল্প উঠে আসবে। ছবিতে লক্ষী চরিত্রে অভিনয় করবেন দীপিকা। পাশাপাশি সিনেমাটি প্রযোজনায়ও করছেন এই তারকা। নিজের ব্যানারে দীপিকার এটিই প্রথম প্রযোজনা।

আজ সোমবার (২৫ মার্চ) সিনেমাটিতে দীপিকার প্রথম লুক প্রকাশ পেয়েছে। এই ফার্স্টলুক রীতিমতো নায়িকার ভক্তদের চমকে দিয়েছে।

টুইটারে ফার্স্টলুক প্রকাশ করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এই চরিত্রটি আমার সঙ্গে থাকবে সবসময়, মালতী। আজ থেকে শুটিং শুরু হলো।’ দীপিকা জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ১০ জানুয়ারি।

সোমবার থেকে দিল্লিতে ‘ছাপাক’র শুটিং শুরু হয়েছে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে দীপিকার কেএ এন্টারটেইনমেন্ট, ফক্স স্টার স্টুডিওস এবং মেঘনা গুলজারের মারিগা ফিল্মস।

মন্তব্যসাতদিনের সেরা