kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

এবার জয়ললিতার বায়োপিকে দেখা যাবে কঙ্গনাকে

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ২০:২৮ | পড়া যাবে ১ মিনিটেএবার জয়ললিতার বায়োপিকে দেখা যাবে কঙ্গনাকে

রাজনৈতিক থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বায়োপিক নির্মাণের যেন হিড়িক পড়েছে বলিউডে। শুধু বলিউড নয়, ভারতের দক্ষিণি চলচ্চিত্র জগতেও সেই ঢেউ লেগেছে।

জানা গেছে, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে এবার দেখা যাবে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জে জয়লিতার বহুভাষিক বায়োপিক ‘থালাইভি'তে। জয়ললিতার ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে জয়ললিতার ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সিনেমার কথা ঘোষণা করা হয়। সিনেমার পরিচালক এ এল বিজয়। বিষ্ণু ইন্দুরি প্রযোজিত সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে এপ্রিল থেকে।

থালাইভি বায়োপিকটি হিন্দিতেও মুক্তি দেওয়া হবে, যার নাম হবে ‘জয়া'। পরিচালক বিজয় বলেন, যখন প্রযোজক বিষ্ণু ইন্দুরি এই বায়োপিক পরিচালনার প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিলেন, তখন আমি উত্তেজনার চেয়ে আরো বেশি দায়িত্ব অনুভব করি। এটি একজন অর্জনকারীর গল্প; একজন নারী যিনি পুরুষ-কর্তৃত্বপূর্ণ জগতে তার অবস্থানের জন্য লড়াই করেছিলেন। এই গল্প বলতে গেলে সততা থাকতেই হবে। এই নেত্রী এবং তার সাহস আমাকে এই কাজটিতে ‘হ্যাঁ' বলার জন্য অনুপ্রাণিত করে।

মন্তব্যসাতদিনের সেরা