kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

ভাবনা 'জোছনাময়ী'

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ১৭:৪০ | পড়া যাবে ১ মিনিটেভাবনা 'জোছনাময়ী'

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বধূ সেজে বসে আছেন। কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। খোঁজ নিয়ে জানা গেল, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন। খুঁজছেন নিরাপদ আশ্রয়। 
 
মাওয়া ঘাটে এসে পৌঁছালে মেয়েটি দেখতে পায়, একটি গাড়ির দরজা খোলা। নিজেকে বাঁচাতে ওই গাড়ির ভেতর আশ্রয় নেন। নানা ঘটনার মধ্য দিয়ে ঢাকা শহরে এসে পৌঁছান ভাবনা। শুরু হয় চড়াই-উতরাই এর গল্প। শেষ পর্যন্ত কি নিরাপদ আশ্রয় ভাগ্যে মিলবে?
 
এমনই এক গল্প নিয়ে নির্মাতা অনিমেষ আইচ তৈরি করেছেন ধারাবাহিক নাটক ‘জোছনাময়ী’। এতে জোছনা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।আরও আছেন চঞ্চল চৌধুরী, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, প্রাণ রায়, রুনা খানসহ অনেকে।
 

মন্তব্যসাতদিনের সেরা