kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটে৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

গায়ে আগুন লাগিয়ে ব়্যাম্পে হেঁটে সকলকে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। 'দা এন্ড' নামের একটি ওয়েব সিরিজ়ের প্রোমোশনের জন্যই এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। তবে জানেন কী, ওয়েব সিরিজটি করতে অক্ষয় ৯০ কোটি রুপি পারশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বলিউডের 'খিলাড়ি' তাঁর ওয়েব অভিষেক 'দা এন্ড'-র জন্য ৯০ কোটি টাকা পারশ্রমিক নিচ্ছেন। এদিকে বলিউডের প্রোজেক্টের সঙ্গে যাতে 'দা এন্ড'-র ডেটের সমস্যা না হয়, তাই অক্ষয় প্রায় একমাস শুধুমাত্র ওয়েব সিরিজটির প্রথম সিজনের শুটিং করবেন। জানা যাচ্ছে, ২০২১ পর্যন্ত মোট তিনটা সিজনে আসবে এই সিরিজটি।

অক্ষয় কুমারের 'কেশরী' মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে। যে ভাবে ছবিটি এগোচ্ছে, তাতে অনেকের রেকর্ড ভাঙতে পারে বলে মনে করছে অনেকেই। এখনও পর্যন্ত প্রথম দুদিনে ছবিটি প্রায় ৩৮ কোটি টাকার ব্যবসা করেছে। 

১৮৯৭ সালে দশ হাজার আফগানের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিল একুশ জন শিখের একটি দল। সেই ঘটনার উপর ভিত্তি করেই অনুরাগ সিং বানিয়েছেন এই ছবিটি। অক্ষয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়াও।

মন্তব্যসাতদিনের সেরা