kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

আবার মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ২২:০১ | পড়া যাবে ১ মিনিটেআবার মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

বলিউডের বেশিরভাগ জুটির ভঙুর সম্পর্কের বিপরীতে দাঁড়িয়ে রীতিমতো সুখে সংসার করছেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন। তাদের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের বয়স ৭ বছর। এবার শোনা যাচ্ছে, আবারও নাকি মা হতে চলেছেন ঐশ্বরিয়া! সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে নাকি বেবি বাম্প দেখা গিয়েছে নায়িকার!

ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে হাঁটছেন ঐশ্বরিয়া। সঙ্গে রয়েছেন অভিষেক। সেই ছবি দেখেই নায়িকার বেবি বাম্প রয়েছে বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনুরাগীদের মধ্যে তর্কও শুরু হয়েছে। একদল বলছেন, সত্যিই দ্বিতীয় দফায় মা হতে চলেছেন ঐশ্বরিয়া। আর এক দল সেই সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন।

২০০৭ সালে বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালে জন্ম হয় আরাধ্যার। গত বছর শেষবার 'ফ্যানি খান' ছবিতে অনস্ক্রিন দেখা গিয়েছিল নায়িকাকে। তারপর থেকে আর কেন তিনি ছবি করছেন না; সেই জল্পনা ঐশ্বরিয়ার মা হওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। তবে ভক্তদের আলোচনা-সমালোচনার মধ্যে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কোনো সদস্য প্রকাশ্যে মুখ খোলেননি।

মন্তব্যসাতদিনের সেরা