শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে জায়েদ খান-মৌ জুটি অভিনীত ‘প্রতিশোধের আগুন’। রবিবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
‘প্রতিশোধের আগুন ছবিতে জায়েদ খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত নায়িকা মৌ খান। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। ‘প্রতিশোধের আগুন’ ৩১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
জায়েদ খান বলেন, 'ছবিটিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। দর্শকেরা বিনোদিত হবে। অবশ্যই ভালো লাগবে। রোমান্টিক ঘরানার একটি চলচ্চিত্র প্রতিশোধের আগুন।'
কতগুলো প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি। ‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ-মৌ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ।
মন্তব্য