kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

ক্যাটরিনাকে গাড়ি কিনে দিলেন সালমান

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১৮:৫৭ | পড়া যাবে ১ মিনিটেক্যাটরিনাকে গাড়ি কিনে দিলেন সালমান

ক্যাটরিনা কাইফের নতুন গাড়ি রেঞ্জ রোভার ভোগ এসই, যার মূল্য ২ কোটি ৩৩ লাখ রুপি। ক্যাটরিনার নতুন গাড়িটি নিজের টাকায় কেনা হয়নি, তাকে উপহার দিয়েছে তার সাবেক প্রেমিক সালমান খান। বলিউড জুড়ে এখন এই খবর। 

 সালমান-ক্যাটের দীর্ঘসময় প্রেমের সম্পর্ক ছিলো যা সবার জানা। ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’য় ছবিতে (২০০৫) একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে দুজনে। দীর্ঘ সময় প্রেম করার পর বিচ্ছেদ হয়ে যায়। তবে সালমান ক্যাটরিনার বন্ধুত্ব ঠিকই ছিলো। 

সেই বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সম্প্রতি ক্যাটরিনাকে প্রায় আড়াই কোটি রুপির একটি গাড়ি উপহার দিয়েছেন সালমান। ক্যাটরিনা কাইফ এখন থেকে দর্শনীয় রেঞ্জ রোভার ভোগ এসই ব্র্যান্ডের সেই গাড়িতেই চড়বেন। সে কারণে আগের অডি ব্র্যান্ডের গাড়িটি বাদ দিয়েছেন এ সুদর্শনা।

মন্তব্যসাতদিনের সেরা