kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

এবার সালমানের নায়িকা হচ্ছেন আলিয়া!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৯ ১৯:৪৭ | পড়া যাবে ১ মিনিটেএবার সালমানের নায়িকা হচ্ছেন আলিয়া!

এবার সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানশালির আগামী ছবিতে একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করছেন সালমান এবং সঞ্জয়। প্রায় দুই দশক পরে সালমানের সঙ্গে কাজ করবেন সঞ্জয়। এর আগে ১৯৯৯-এ ‘হাম দিল সে চুকে সনম’-এ কাজ করেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, ফের প্রেমের ছবিই তৈরি করছেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় সালমান লিখেছেন, ‘প্রায় ২০ বছর হয়ে গেল। আমার ভাল লাগছে শেষ পর্যন্ত আমি আর সঞ্জয় একটা ছবি নিয়ে আবার ফিরছি। আলিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। এই জার্নিতে আমাদের আশীর্বাদ করবেন।’

সঞ্জয়ও সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

এই ছবির প্রসঙ্গে আলিয়া বলেন, নয় বছর বয়সে প্রথম সঞ্জয় স্যারের অফিসে গিয়েছিলাম। তখনই ভেবেছিলাম, যদি উনার পরের ছবিতে কাজের সুযোগ পাই। সালমান খান এবং সঞ্জয় স্যার একসঙ্গে ম্যাজিক তৈরি করতে পারবেন। টিমে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।

মন্তব্যসাতদিনের সেরা