kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

এভাবেও ভালোবাসা হয় নাটকে মানতাশা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৯ ১৪:২৬ | পড়া যাবে ১ মিনিটেএভাবেও ভালোবাসা হয় নাটকে মানতাশা

‘এভাবেও ভালোবাসা হয়’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তিনি। চাকরি ইন্টারভিউ প্রার্থীর চরিত্রে অভিনয় করছেন মিম মানতাসা। 

নাটকে মিম মানসার চরিত্রের নাম জারা। উত্তরায় চলছে এর শুটিং। শুরু হয়েছে আজই। অঞ্জন আইচ পরিচালিত নাটকটির মিম মানতাসা ছাড়াও রয়েছেন আবদুন নুর সজলসহ অনেকেই।   

মানতাসা বলেন, খুব সাদামাটা একটি চরিত্র জারা। আজ চাকরির সাক্ষাৎকার দেয়ার সিক্যুয়েন্সের শুটিং করছি। আমার সঙ্গে আছেন সজল ভাই। গল্পটি বেশ রোমান্টিক।  সবাই খুব আনন্দ নিয়ে শুটিং করছি।’

২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন মিম মানতাসা। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার মিডিয়ায় পথ চলা।  ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় মানতাসা অভিনীত প্রথম নাটক ‘ভবঘুরে । এতে তার বিপরীতে অভিনয় করেন তাহসান খান। 

মন্তব্যসাতদিনের সেরা