kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

প্রথমবার একসঙ্গে সিঁথি সাহা ও মেহতাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৯ ১২:১৩ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার একসঙ্গে সিঁথি সাহা ও মেহতাজ

প্রথমবারের মতো একসঙ্গে বৈশাখের নাটকের জন্য গাইলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা ও মেহতাজ । বি ইউ শুভ পরিচালিত পয়লা বৈশাখের বিশেষ নাটক ‘প্রস্থান’ এর জন্য গানটি করা হয়েছে বলে জানান। 

আমায় যখন দেখো তুমি, হয়ে যাই তোমার আপন, তুমি যখন হাতটা ধরো, মিশে যাই স্বপ্নে তখন, রাখবে কি আরো কাছে, আমায় শত জনম, অবুঝ হবো যখন তখন, তোমার ইচ্ছে মতোন.. 

এমনই কথামালায় গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। গানে সুরারোপও করেছেন তিনি। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহীদ শাহীন। গতকাল বিকেলে মগবাজারস্থ ই-মিউজিক স্টুডিওতে গানে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা।  আর আগে মেহতাজের কণ্ঠ নেওয়া হয়েছে দেশের বাইরে থেকে প্রযুক্তির মাধ্যমে। 

মন্তব্যসাতদিনের সেরা