kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

প্রিয়াঙ্কার বিয়েতে বরের বন্ধুরা আমার সঙ্গে ফ্লার্ট করেছিল : পরিণীতি

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ২১:৪৫ | পড়া যাবে ১ মিনিটেপ্রিয়াঙ্কার বিয়েতে বরের বন্ধুরা আমার সঙ্গে ফ্লার্ট করেছিল : পরিণীতি

কাজিন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে বর অর্থাত্ নিক জোনাসের বন্ধুরা নাকি তাঁর সঙ্গে ফ্লার্ট করেছিলেন। তিনি অর্থাত্ পরিণীতি চোপড়া। এ কথা শেয়ার করলেন পরিণীতি স্বয়ং!

উত্তর ভারতের জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক চ্যাট শো-এ পরিণীতি হাসতে হাসতে বলেন, ‘মিমি দিদির বিয়েতে নিকের বন্ধুরা লাইন মারছিল। কিন্তু আমি প্রশ্রয় দিইনি। বিয়ে যদি কখনও করি, তা হলে তৈরি হতে হবে। এখনও আমি বিয়ের জন্য তৈরি নই।’

পরিণীতি আরও জানিয়েছেন, কাজিনদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম বিয়ে করলেন। তাও ৩৬ বছর বয়সে। ফলে তাঁর এখনও কম করে ছয় বছর সময় রয়েছে। এ ছাড়াও চোপড়া পরিবারের সিনিয়ররা নাকি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কোনও চাপ তৈরি করেন না। ফলে যখন নিজের মনে হবে, তখনই বিয়ে করবেন বলে জানিয়েছেন পরিণীতি।

মন্তব্যসাতদিনের সেরা