kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

দেবের নতুন ছবিতে গাইলেন কেকে

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১০:৪১ | পড়া যাবে ১ মিনিটেদেবের নতুন ছবিতে গাইলেন কেকে

২০১১ সালের পর ২০১৯, এতবছর পর ফের বাংলা ছবির জন্য গান গাইলেন বলিউডের গায়ক কেকে অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের নতুন ছবি পাসওয়ার্ড। স্যাভির সঙ্গীত পরিচালনার 'অ্যায় খুদা' গানটি রেকর্ড করলেন কেকে। 

গানটি লিখেছেন সোহম মজুমদার। গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে কেকের সঙ্গে ছবি পোস্ট করেছেন স্যাভি গুপ্তা নিজেই।

এ শারদীয়া দুর্গাপুজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে দেব-এর পাসওয়ার্ড। ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। 

মন্তব্যসাতদিনের সেরা