kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

প্রীতমের সুরে ফেরদৌস ওয়াহিদ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৯ ১২:২৭ | পড়া যাবে ১ মিনিটেপ্রীতমের সুরে ফেরদৌস ওয়াহিদ

এবার প্রীতম হাসানের সুরে গাইলেন ফেরদৌস ওয়াহিদ। শুধু তাই নয় ‘খোকা’ শিরোনামে এই গানটিতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠও দিয়েছেন প্রীতম। রেকর্ডিং সম্প্রতি গানটির ভিডিওর শুটিং হয়েছে। গানটির পরিকল্পনা এবং ভিডিও নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। শুধু তাই নয় প্রীতম হাসানের সঙ্গে ভাগাভাগি করে কথা লিখেছেনও তিনি। ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। এছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ। টেকনো মোবাইলের পৃষ্ঠপোষকতায় কিছুদিনের মধ্যেই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘খোকা’র ভিডিও প্রকাশ করা হবে।

প্রীতম বলেন, ‘নুহাশ ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করতে করতে গানটি হয়েছে। গানের ওপর ভিত্তি করেই ভিডিও বানিয়েছেন তিনি। তিনদিন ধরে মিরপুরের কোক স্টুডিওতে ভিডিওটির শুটিং হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। আমার মতে এটা আমার সেরা মিউজিক ভিডিও হতে যাচ্ছে। কাজটি নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা অনেক বেশি।’ গানটির প্রথম দুটি লাইন—‘আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না/ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না’।

মন্তব্যসাতদিনের সেরা