kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

মাধুরীর হাতে থুতু ফেলেছিলেন আমির!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৯ ১৪:৫৬ | পড়া যাবে ১ মিনিটেমাধুরীর হাতে থুতু ফেলেছিলেন আমির!

মাধুরী ও আমির বলিউডের অন্যতম হট জুটি। এই জুটিকে সিনেমার পর্দায় দেখতে অনেক সিনেমাপ্রেমীই একসময় বেশ পছন্দ করছেন। ১৯৯০ সালে মাধুরী-আমির অভিনীত 'দিল' ছবিটি সেসময়ের সুপার ডুপার হিট সিনেমা। বৃহস্পতিবার আমিরের জন্মদিনে সিনেমার সেটে করা তাঁর বেশ কৌতুকের কথা অভিনেতা মনে করিয়ে দিয়েছেন মাধুরী।

টুইটারে আমিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, সেই সমস্ত মজাদার ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন মাধুরী দীক্ষিত।

জানা যায়, আমির নাকি মাধুরীকে বলেছিলেন তিনি হাত দেখতে জানেন। মাধুরী হাত দেখার জন্য আমিরের দিকে হাত বাড়িয়ে দিলে মাধুরীর হাতে তিনি থুতু ফেলে দেন। আর এর পরে নাকি মাধুরী হকি স্টিক নিয়ে আমিরকে ধাওয়া করেছিলেন।  প্রসঙ্গত এদিন আমিরের জন্মদিনে সেই ঘটনার কথাই উস্কে দেন বলিউডের ধক ধক গার্ল।

প্রসঙ্গত, খুব শিগগির মাধুরীর সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং শুরু করবেন আমির।

মন্তব্যসাতদিনের সেরা