kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

একান্তে জন্মদিন পালন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৯ ১২:২৮ | পড়া যাবে ১ মিনিটেএকান্তে জন্মদিন পালন

১৫ মার্চ নিজের ২৬তম জন্মদিন পালন করতে চলেছেন আলিয়া ভাট। এই জন্মদিনটা যে ভাট কন্যার কাছে ভীষণই স্পেশাল তা বলাই বাহুল্য। এই জন্মদিনটা সমস্ত কাজ থেকে ছুটি নিয়েছেন আলিয়া। 

তবে আলিয়ার এই জন্মদিনটা স্পেশাল করে তুলতে সমস্ত পরিকল্পনা করেছেন রণবীর। সকলের সঙ্গে নয়, জন্মদিনটা একান্তে শুধুমাত্র রণবীরের সঙ্গেই নাকি কাটাতে চলেছেন আলিয়া। 

তবে রণবীর-আলিয়া জন্মদিনটা ঠিক কীভাবে কাটাতে চলেছেন সেই পরিকল্পনার কথা আপাতত গোপনই রেখেছেন রণবীর-আলিয়া দুজনেই। এদিনে তাঁদের আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছেন। সকলেই এই জুটিকে প্রথমবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই আলিয়া-রণবীরের বিয়ের খবরও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এমাসের শেষেই নাকি আমেরিকা থেকে দেশে ফিরছেন রণবীরের বাবা ঋষি কাপুর। তিনি এলেই ভাট ও কাপুর পরিবার একসঙ্গে বসে পুরোহিত মশাইয়ের সঙ্গে আলোচনা করে 'রালিয়া' জুটির বিয়ের দিন ঠিক করবেন। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা