kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

অবশেষে মুক্তি পেল ‘‌কলঙ্ক’এ‌র টিজার

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৯ ১০:১৯ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে মুক্তি পেল ‘‌কলঙ্ক’এ‌র টিজার

নতুন হিন্দি ছবি ‘‌কলঙ্ক’‌। এই ছবিকে নিজের ড্রিম প্রোজেক্ট বলে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন করণ জোহর।

গত তিনদিন ধরে টানা নতুন ছবির নানা মূহুর্তে ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। তারপর থেকে বিনোদন দুনিয়া যেন তাকিয়েছিল ছবির টিজারের জন্য। মঙ্গলবার শুভক্ষণে মুক্তি পেয়েছে ছবির টিজার। অনেকটা স্বপ্নের মতো বোনা হয়েছে সেট।

খরচে যে কোনো কমতি রাখেননি করণ সেটা টিজার দেখেই বোঝা গেছে। আলিয়া–বরুণের জুটিকে আবারো দেখার সুযোগ করে দিয়েছে ‘‌কলঙ্ক’‌। তার থেকেও বড় চমক সঞ্জয় দত্ত–মাধুরী দিক্ষিত। দীর্ঘ কয়েক বছর পরে আবার একসঙ্গে দেখা যাবে বলিউডের এই হিট জুটিকে।

শেষ কয়েকবছর ধরে তেমন কোনো হিট ছবি দিতে পারেননি করণ জোহর। পরিচালক হিসাবে একের পর ছবি ব্যর্থ হয়েছে তার। নতুন দের সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মারকাটারি হিট হিট ছবি তার থেকে পাননি ভারতীয় দর্শকরা। দেখার, এত সম্ভবনা তৈরি করার পর করণের নতুন ছবি বক্স অফিস মাতাতে পারে কি না।

মন্তব্যসাতদিনের সেরা