kalerkantho

প্রিয়াঙ্কা হাসপাতালে, নানা গুঞ্জন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৯ ১৬:০৮ | পড়া যাবে ১ মিনিটেপ্রিয়াঙ্কা হাসপাতালে, নানা গুঞ্জন

প্রিয়াঙ্কা চোপড়ার হঠাৎ করে হাসপাতালে যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। প্রিয়াঙ্কা ও মার্কিন পপতারকা নিক জোনাস যুগল নাকি প্রথম সন্তানের আশা করছেন! অন্তঃসত্ত্বার এমন গুজবের মধ্যে প্রিয়াঙ্কার হাসপাতালে যাওয়া নিয়ে ফের আলোচনার টেবিলে এলেন তিনি।

ডেকান ক্রনিকেল জানায়, আকাশ আম্বানি ও শ্লোক মেহতার বিয়েতে অংশ নেয়ার পর মা মধু চোপড়াকে নিয়ে দ্রুত হাসপাতালে যান প্রিয়াঙ্কা। মাকে নিয়ে অনেকটাই গোপনে প্রিয়াঙ্কার হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে গুঞ্জন আরও বেড়ে যায়।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অবসাদ ও লো প্রেসারের কারণে তিনি মুম্বাইয়ের আন্ধেরিতে কলিলাবেন হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার মা।

মন্তব্যসাতদিনের সেরা