kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

বিউটি সার্কাসের টিজার প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৯ ২০:৫২ | পড়া যাবে ১ মিনিটেবিউটি সার্কাসের টিজার প্রকাশ

সার্কাসের মঞ্চে অনেক উঁচু থেকে দড়িতে ভর করে দক্ষতার সঙ্গে মাটিতে নেমে এলেন বিউটি। করতালি দিয়ে দর্শক তাকে স্বাগতম জানালেন। বিউটির পাশ দিয়ে উড়ে গেলো অনেকগুলো পায়রা। এরপর দুই হাত ছড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, ‘আই লাভ ইউ’!

মাহমুদ দিদার পরিচালিত প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাসের প্রথম ঝলকে এভাবেই সবাইকে মুগ্ধ করে ধরা দিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটিতে তিনি বিউটি চরিত্রে অভিনয় করেছেন। গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রায় ১মিনিট দৈর্ঘ্যের টিজারটি অনলাইনে প্রকাশ পেয়েছে।

২০১৬ সালে ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হলেও আর্থিক জটিলতায় এটি আটকে ছিল। তবে সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়ে সম্পাদনার টেবিলে আছে বলে জানান নির্মাতা। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি সম্ভাবনা রয়েছে।

সরকারি অনুদানে ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা