kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

সমালোচনার কবলে সারা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০১ | পড়া যাবে ১ মিনিটেকেদারনাথ' ও 'সিম্বা' ছবি দু'টিতে সারা আলি খানের অভিনয় দর্শকের সঙ্গে সঙ্গে নেটিজেনদেরও নজড় কেড়েছিল। কিন্তু, তা বোধহয় আর দীর্ঘস্থায়ী হল না। ফোটোশুট করতে গিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পরলেন তিনি।

প্রথমবার ম্য়াগাজিন কাভারের জন্য ফটোশুট করতে কেনিয়া গিয়েছিলেন সারা। ম্য়াগাজিনের জন্য পোজ দেন সারা। সেই পোজে তিনি দুর্দান্ত লাগলেও তাঁর পিছনে উপস্থিত এক আফ্রিকান ব্য়ক্তিকে ঘিরে বিপত্তির শুরু। শুটের প্রয়োজনে ওই ব্যক্তিকে ব্য়বহার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। 

এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছে। অনেককেই বলতে শোনা যাচ্ছে, আফ্রিকার মাসাই উপজাতির ব্য়ক্তিরা কোনও 'প্রপ' বা 'সরঞ্জাম'-র বস্তু নয়। ওই সংশ্লিষ্ট ম্য়াগাজিন একটি ছবি শেয়ার করলে অনেকেই এই কাজটিকে 'রেসিস্ট' ও 'অফেনসিভ' বলে উল্লেখ করেছেন। সাতদিনের সেরা