৯১তম অস্কারের আসরে সেরা চলচ্চিত্র মনোনীত হয়েছে ‘গ্রিন বুক’। গত বছর নভেম্বরে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের প্রথম মুক্তি পায়। চলচ্চিত্রটির পরিচালক যুক্তরাষ্ট্রের পিটার ফ্যারেলি। সেরা ছবির নাম ঘোষণা করেন জুলিয়া রাবার্টস।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় শুরু হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আয়োজন।
প্রতিযোগিতায় দ্য ফেভারিট, এ স্টার বর্ন, ব্ল্যাকল্যান্সম্যান, ভাইস, ব্ল্যাক পেন্থার ও রোমাকে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় গ্রিন বুক।