kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

অক্ষয়ের মেয়ের আজব অজুহাত

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেঅক্ষয়ের মেয়ের আজব অজুহাত

কোনও এক দিন স্কুলে যেতে ইচ্ছে করেনি, আর সেজন্য মাকে নানান আজুহাত দেখিয়েছেন। এমন ঘটনা ছেলেবেলায় কমবেশি প্রায় সকলের জীবনেই ঘটেছে। আজকালও অনেক বাচ্চাকেই এধরনের বায়না জুড়তে দেখা যায়। 

এটা কোনও নতুন ঘটনা নয়। না যেতে চাওয়ার কারণ হিসাবে সকলের কাছেই কোনও না কোনও অজুহাত চলেই আসে। তবে স্কুলে না যেতে চেয়ে অক্ষয়-টুইঙ্কেল কন্যা নীতারা যে অজুহাত দেখিয়েছেন, তা শুনলে না হেসে পারবেন না। 

স্কুল না যেতে মেয়ের আজব অজুহাতের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ অক্ষয় ঘরণী। ৬ বছরের নীতারা নাকি স্কুলে না যেতে চেয়ে তার মায়ের কাছে দাবি করেছে, বাড়ির পোষ্যটি তার হোমওয়ার্ক সব খেয়ে নিয়েছে। এখানেই শেষ নয়, নীতারা নাকি আরও একদিন তার মাকে জানিয়েছে, বাড়ির কুকুরটি তার স্কুলের জুতো খেয়ে নিয়েছে, তাই সে স্কুলে যেতে পারছে না।

বাড়ির পোষ্যটি অক্ষয় কন্যার যে খুব কাছের তা আর বলার অপেক্ষা রাখে না। মাঝে মধ্যেই টুইঙ্কেল খান্না, নীতারার সঙ্গে পোষ্যের ছবি পোস্ট করে থাকেন। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা