kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

'আমাদের সমালোচনা করুন, মেয়ের নয়'

কালের কণ্ঠ অনলাইন   

২১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৪৪ | পড়া যাবে ১ মিনিটে'আমাদের সমালোচনা করুন, মেয়ের নয়'

বলিউড তারকা অজয় দেবগন বরাবরই ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত। 'দৃশ্যমে'র বিজয় সালগাঁওকরের মতোই ব্যক্তি অজয়ও পর্দার বাইরে নিজের পরিবারের সাথে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। 

ব্যস্ত শিডিউল থেকে সময় পেলেই তিনি সপরিবারে বেড়াতে চলে যান দূরে কোথাও। এহেন অজয় যে তার মেয়ে নাইসার সমালোচনা করা হলে চুপ করে থাকবেন না, তা বলাই বাহুল্য। 

বেশ কিছুদিন ধরেই , নাইসার বলিউডে পা রাখা নিয়ে জল্পনা চলছিল বি-টাউনে। বাবা অজয়কে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, নাইসা এখন বিদেশে পড়াশোনা করছে। আপাতত সে এই নিয়ে কোনো কথা বলেনি। তবে ওর মন পাল্টাতেও পারে ভবিষ্যতে।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে মেয়ের ট্রোল হওয়া নিয়ে হমুখ খুললেন অজয়। অজয় বলেন, আমি, আমার স্ত্রী কাজল, আমরা অভিনেতা। সমালোচনা করতে হলে আমাদের করুন। আমার সন্তানদের নয়। আমাদের জন্যই আমাদের সন্তানরা পরিচিত মুখ।

 তার মেয়েকে সমালোচনা করার ব্যাপারে তিনি বললেন, কারও সমালোচনা করা অনুচিৎ। আমি যদি এখন কারোর সমালোচনা করি তাঁর নিশ্চই ভালো লাগবে না.... আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও একই ব্যাপার।

মন্তব্যসাতদিনের সেরা