kalerkantho


আবার প্রেম চাই

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:২৫আবার প্রেম চাই

রণবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে তা-ও বছর চারেক। এরপর বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের গুজব শোনা গেছে। কোনোটাই সত্য হয়নি। ক্যাটরিনা কাইফ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এত দিন একা থাকলেও এ বছরই প্রেম করতে চান, ‘অবশ্যই আবার প্রেমে পড়তে চাই, একা থাকতে চাই না আর। এ বছরই হয়তো কাউকে পেয়ে যাব।’ সম্পর্ক নিয়ে খোলামেলা এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান পছন্দের মানুষের কথা। বারবার বিচ্ছেদ হওয়ায় কতটা হতাশ, সেটাও লুকাননি, ‘আমি চাই গভীর একটা সম্পর্ক, কিন্তু সেটা হবে কি না এখনই বলতে পারছি না।’ সাক্ষাৎকারে ২০১৯ সালে মনের মানুষ খুঁজে পাওয়া ছাড়া অন্য এক পরিকল্পনার কথাও জানান, ‘এ বছর অবশ্যই আমার প্রযোজনা সংস্থা শুরু করতে চাই। বানাতে চাই মনের মতো ছবি।’ বলিউডে আনুশকা শর্মার পর দীপিকা পাড়ুকোনও নাম লিখেয়েছেন প্রয়োজনায়, তাঁদের সঙ্গে তাল মেলাতে তর সইছে না বলেও জানান তিনি।মন্তব্য