kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

তামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেতামিল সঙ্গীত পরিচালকের ইসলাম গ্রহণ

ভারতের তামিল সিনেমা শিল্পের অভিনেতা ও সঙ্গীত পরিচালক কুরালারাসান সম্প্রতি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরালারাসানের ইসলাম গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ইন্ডিয়া টুডে জানায়, কুরালারাসান চেন্নাইয়ের আন্না সালাই মসজিদে বাবা থিসিংগু রাজেনদার ও মা উশা রাজেনদারের উপস্থিতিতে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

কুরালারাসানের ইসলাম গ্রহণ সম্পর্কে তার বাবা টি রাজেনদার জানান, তিনি সব ধর্মকেই সমান বলে মনে করেন। সব ধর্মের সহনশীলতাই তার নীতি।

তিনি আরো বলেন, আমার বড় ছেলে সিম্বু তামিল সিনেমা বিখ্যাত অভিনেতা। সে শিবভক্ত। তার মেয়ে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। আর ছোট ছেলে কুরালারাসান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি তার ছেলের সিদ্ধান্তকে সম্মান জানান।

কুরালারাসান ছোট থেকেই তার বাবা টি রাজেনদার অভিনীত সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করতেন।

কুরালারাসান ইসলাম গ্রহণ করায় তারা পরিবারের লোকজনসহ ভক্তবৃন্দ তাকে অভিনন্দন জানায়।

মন্তব্যসাতদিনের সেরা