kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

গোপনে এনগেজমেন্ট সারলেন টাইগার-দিশা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:৩৪ | পড়া যাবে ১ মিনিটেগোপনে এনগেজমেন্ট সারলেন টাইগার-দিশা

ইতোমধ্যেই নাকি এনগেজমেন্ট সেরে ফেলেছেন তাঁরা। অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে তাঁদের ইনস্টাগ্রামের ছবি। হ্যাঁ ঠিকই ধরেছেন, টাইগার শ্রফ এবং দিশা পাটানির কথাই হলা হচ্ছে। সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি  আলাদা ছবি পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে দুজনের আঙুলে দুটি আংটি। 

ছবির ক্যাপশনে  দিশা লিখেছে, কোনও একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি। অন্যদিকে টাইগারের ছবির ক্যাপশন আমাকে নিয়ে নেওয়া হয়েছে।  আর এখান থেকেই শুরু জল্পনার। অনেকেই মনে করছেন বিয়ের প্রথম ধাপ সেরে ফেলেছেন এই জুটি। 

টাইগার আর দিশার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো বলিউডের অন্দরে।  যদিও এই জল্পনারও যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গার একাধিকবার ক্য়ামেরাবন্দি হয়েছেন এই যুগল। কখনও উইকেন্ড ডিনারে, বা কখনও বিয়ের অনুষ্ঠান, একসঙ্গে দেখা মিলেছে টাইগার এবং দিশার। কাজেই জল্পনা উস্কে দিয়েছে সেইসব অন্তরঙ্গ ছবি। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা