kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

মোদির মা ও স্ত্রীর ভূমিকায়

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৩৮ | পড়া যাবে ২ মিনিটেমোদির মা ও স্ত্রীর ভূমিকায়

ভারতের প্রধানমন্ত্রীর বায়োপিকে মূল চরিত্র অর্থাত্ নরেন্দ্র মোদির ভূমিকায়  অভিনয় করছেন বিবেক ওবেরয়, একথা জানা। এবার প্রকাশ্যে এল আরও দুই চরিত্রের ফার্স্ট লুক।  ছবিতে প্রধানমন্ত্রী মা অর্থাত্ হীরা বেনের ভূমিকায় থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী জরিনা ওয়াহাব। পাশাপাশি স্ত্রী যশোদাবেন নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা মিলবে  বরখা বিস্ত সেনগুপ্তর।

এর আগেও বেশ কয়েকটি চরিত্রের নাম প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই জানা গেছে ছবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ভূমিকায় দেখা মিলবে মনোজ যোশীর। সব মিলিয়ে একে একে চরিত্রদের সামনে আনছেন পরিচালক ওমঙ্গ কুমার।

সম্প্রতি হীরা বেন এবং যশোদা বেনের ফার্স্ট লুক নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ট্রেড অ্যানালিসিস এবং চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ।  এ বিষয়ে জানিয়ে ক্যাপশনেও বিস্তারিত লিখেছেন তিনি। ওমঙ্গ কুমারের পরিচালনায় এবং সুরেশ ওবেরয়ের প্রযোজনায় চলতি বছরই মুক্তি পাবে ‘পি এম নরেন্দ্র মোদি’ ছবিটি।

বরখা, জরিনা ছাড়াও ছবিতে দেখা মিলবে বিবেক ওবেরয়, মনোজ যোশী বোমান ইরানি, সুরেশ ওবেরয়, দর্শন কুমারের মতো অভিনেতা অভিনেত্রীদের। জানা গেছে মোট ২৩টি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।  ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির পোস্টার। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা