kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

মেয়ের চুল রঙ করে সমালোচনার শিকার

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০৯:২১ | পড়া যাবে ১ মিনিটেমেয়ের চুল রঙ করে সমালোচনার শিকার

 সম্প্রতি, দুই বছরের মেয়ের চুলে রঙ করে ট্রোল হয়েছেন শহিদ কাপুর পত্নী মীরা রাজপুত।  ওইটুকু বাচ্চার চুলে কেন রঙ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন মীরা।
মীরা এবিষয়ে জানান, এটা মোটেও চুলের রং নয়, এটা আঁকার রং। এটা একটা ক্ষণিকের বিষয়। এটা মিশার সঙ্গে একটা সুন্দর সময় কাটানোর একটা মুহূর্ত। এটা নিজের সন্তানকে সৃজনশীল করে তোলারই একটা উদ্যোগ। এটা কোনও গুরুতর বিষয় নয়। 

শহিদ পত্নী মীরা মেয়ে মিশার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছিলেন, আমি অন্যান্য মায়েদের মতো নয়, আমি কুল মা। 

এত ছোট বাচ্চার চুলে কেন রং করা হয়েছে এর পরেই প্রশ্ন তোলের নেটিজেনরা। সামলোচনা করা হয়। এবিষয়ে অবশ্য শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনও বলেন, ওটা এক্কেবারেই ছোটদের জন্য ক্ষণিকের বিষয়, অনেক পরিকল্পনা করে ওই ছবি তোলা হয়েছে। ওটা কোনও সিরিয়াস বিষয় নয়, আর ওটা চুলের রংও নয়। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা