kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

'জীবনে প্রচুর প্রেম করেছি, মনে থাকে না...'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫৭ | পড়া যাবে ১ মিনিটে'জীবনে প্রচুর প্রেম করেছি, মনে থাকে না...'

আরেকটি ভালোবাসা দিবস আজ উৎসবমুখর পরিবেশে পালন করছে প্রেমিক-প্রেমিকারা। কেউ আবার এটাকে বর্জন করার কথাও বলছেন। বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত শিক্ষার্থীরা প্রেমিক কিংবা প্রেমিকার দাবিতে ব্যনার নিয়ে মিছিল করছে। তারকা জগতের মানুষেরাও বসে নেই। নিজেদের প্রেমের গল্প, ছবি শেয়ার করে যাচ্ছেন। যেমন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। কলকাতার একটি শীর্ষ পত্রিকায় নিজের প্রেমের গল্পটি শেয়ার করেছেন।

তিনি বলেছেন, আসলে  ভালোবাসাটা সেলিব্রেট করা দরকার প্রতিদিন, প্রতি মুহূর্তে। যে কোনো ভালোবাসাই যত্ন করে আগলে রাখা উচিত। আর যদি একটা বিশেষ দিনে আমরা সেলিব্রেট করি, তাতেই বা অসুবিধা কোথায়? যত দিন যাচ্ছে আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়ছি, সে কারণেই ভালবাসার সেলিব্রেশনটা জরুরি। বন্ধু, বাবা-মা, কাপল- সকলের সেলিব্রেট করা উচিত।'

'আমার ভ্যালেন্টাইস ডে নিয়ে আলাদা কোনো প্ল্যান নেই। অতনুদার ছবি 'বিনি সুতা'র শুটিং করব। স্কুল-কলেজে অবশ্য ভ্যালেন্টাইনস ডে প্রেমিকদের সঙ্গে কাটিয়েছি। এমনও হয়েছে ভ্যালেন্টাইনস ডের ঠিক আগেই ব্রেকআপ হয়েছে। ফলে সে বছর আর প্রেমিকের সঙ্গে কাটানো‌ হয়নি। আসলে জীবনে প্রচুর প্রেম করেছি তো, মনে থাকে না। হা হা হা... ।'

মন্তব্যসাতদিনের সেরা