kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

প্রেমিককে দেখে সংলাপ ভুলে যান

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২৯ | পড়া যাবে ১ মিনিটেপ্রেমিককে দেখে সংলাপ ভুলে যান

আলিয়া ভাট সাধারণত মনোযোগী অভিনেত্রী। শুটিং সেটে নিজের সংলাপ ঠিকঠাক মনে রাখতে পারেন। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে সব তালগোল পাকিয়ে ফেলেছিলেন। ফেলবেনই তো, ছবিতে তিনি অভিনয় করেছেন বাস্তব জীবনের প্রেমিক রণবির কাপুরের সঙ্গে। রণবিরের সঙ্গে অভিনয় করতে গিয়ে নিজের সংলাপও ভুলে যেতেন অভিনেত্রী, ‘আমি সাধারণত নিজের সংলাপ ভুলি না। কিন্তু এবার সেটাই হয়েছিল। রণবিরের অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়েছিরাম যে নিজের সংলাপ কিছুতেই মনে করতে পারছিলাম না।’ তবে আলিয়ার দাবি, সেটে ‘প্রেমিক’ নন, বরং ‘অভিনেতা’ রণবিরে মুগ্ধ ছিলেন তিনি। এই ‘বরফি’ নায়ককে মহান অভিনেতা বলেও অভিহিত করেন, ‘সে সহজাত প্রতিভা, একেবারে স্বাভাবিক অভিনয় করে। ওর অভিনয় দেখাও একটা বিশেষ ব্যাপার। ও যখন শট দিত, মুগ্ধ হয়ে দেখতাম।’ আলিয়া-রণবিরের ছবিটি এ বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা।

মন্তব্যসাতদিনের সেরা