kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

'আইন যা ঠিক করবে, মাথা পেতে নেব'

কালের কণ্ঠ অনলাইন   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৪ | পড়া যাবে ২ মিনিটে'আইন যা ঠিক করবে, মাথা পেতে নেব'

হইচই আনলিমিটেড-এর সময় হল পাওয়া নিয়ে শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা-প্রযোজক দেব। সেই উত্তরে শ্রীকান্ত মোহতা বলেছিলেন দেব যদি সমস্ত অভিযোগ প্রমাণ করতে পারেন তিনি প্রযোজনা করাই ছেড়ে দেবেন। এমন একটি বিস্ফোরক কথায় কী বললেন দেব?

দেব বলেন, আমি এখানে কারওর সঙ্গে দ্বন্দ্ব বা ঝগড়া করার জন্য আসিনি। আমার কাজ মানুষকে এন্টারটেইন করা। আমার কাজ মানুষকে নতুন নতুন ছবি দেখান। সেটাই করছি। এর বেশি না আমার কিছু চাওয়ার আছে, না পাওয়ার আছে। যে সংখ্যার হলো পাওয়ার কথা, না পেলে প্রযোজক হিসেবে গায়ে লাগে। সেটা যেকোনও কারওর খারাপ লাগতে পারে। এর বেশি পার্সোনাল কিছু নেই। 

দেব বলেন, শ্রীকান্ত আমার খুব ভালো বন্ধু। ওকে দাদা হিসেবে দেখি। আমার যদি কখনও কোথাও কোনও কিছু আটকায়, ওঁকেই ফোন করি। আমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে, সবটাই ছবি মুক্তিকে কেন্দ্র করে।"

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতা এখন সিবিআই-এর হেফাজতে। এ প্রসঙ্গে দেব বলেন, আমি ভীষণ দুঃখিত। আমার আইনের ওপর ভরসা আছে। আইন যা ঠিক করবে, মাথা পেতে নেব।

মন্তব্যসাতদিনের সেরা