kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

করণের খেলার পুতুল হয়েই টিকে থাকতে হয় আলিয়াকে!

রংবেরং ডেস্ক    

৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:২৯ | পড়া যাবে ২ মিনিটেকরণের খেলার পুতুল হয়েই টিকে থাকতে হয় আলিয়াকে!

‘মনিকর্নিকা—দ্য কুইন অব ঝাঁসি’তে শুরুতে অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কাকতালীয়ভাবে পরে ছবির পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে নিলেন কঙ্গনা রানাওয়াত। সেই ছবি মুক্তি পেল ২৫ জানুয়ারি। এরই মধ্যে ছবির আয় শতকোটি ছাড়িয়ে গেছে। যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কঙ্গনা! এবার মুখ খুললেন। মুক্তির আগে ছবির কিছু অংশের পরিচালক রাধা কৃষ্ণ জগরলামুদির সঙ্গে বারবার তর্কে লিপ্ত হয়েছিলেন। সেই যুদ্ধ চলে এলো অনলাইনে। জগরলামুদির স্ক্রিনশট ও কথার হেরফের দেখে দর্শক বুঝে গিয়েছিল, তাঁর অদক্ষতার কারণেই ছবির দায়িত্ব নিতে হয়েছিল কঙ্গনাকে। তবু সে সময় বলিউডের কেউই ‘ঠোঁটকাটা’ কঙ্গনার পক্ষে কোনো মন্তব্য করেনি। বিষয়টা মাথায় রেখেছেন ‘ঝাঁসির রানি’। ছবির সাফল্যের অপেক্ষায় ছিলেন শুধু। পরশু ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, ‘বলিউডে সব ছোটলোকের বাস!’ আগে এক সাক্ষাৎকারে ‘মনিকর্নিকা’ ইস্যুতে আলিয়া ভাট বলেছিলেন, এটা কঙ্গনার ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে মন্তব্য করবেন না। আলিয়াকে এবার রীতিমতো তুলাধোনা করলেন কঙ্গনা। পিংকভিলাকে কঙ্গনা বলেন, “ছবিটা কেন ব্যক্তিগত বিষয় হবে! এটি নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বপূর্ণ ছবি, এর পক্ষে কথা বলা উচিত ছিল ওর। আসলে ওর তো নিজের কোনো কথা নেই। করণ জোহরের ‘পাপেট’ হয়েই যাকে টিকে থাকতে হয়, নিজেকে সফল অভিনেত্রী বলার কোনো অধিকার তার থাকে না। আলিয়া যদি শুধু টাকা কামানোতেই মনোযোগী হয়, সেটা ভিন্ন কথা। গুরুত্বপূর্ণ বিষয়ে আওয়াজ তুলতে না পারলে একজন অভিনয়শিল্পীর সাফল্যের কোনো মূল্যই আমার কাছে নেই।”

মন্তব্যসাতদিনের সেরা