kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

বিয়ে করলেন রোডিজ খ্যাত রঘু রাম

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৪ | পড়া যাবে ১ মিনিটেবিয়ে করলেন রোডিজ খ্যাত রঘু রাম

দীপিকা, প্রিয়াঙ্কা, ইশা আম্বানি, কপিল শর্মাদের তালিকায় যোগ হলো আরও একটা নাম৷ বিয়ে করলেন রোডিজ খ্যাত রঘু রাম৷ বিয়ে করলেন গায়িকা প্রেমিকা নাতালিয়ে ডি লুচ্চিওকে৷

ভারতের গোয়ায় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ডেস্টিনেশন বিচ ওয়েডিং সারেন রঘু ও নাতালিয়ে৷ রঘুর ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় থাকলেও বিয়েতে উপস্থিত ছিলেন না প্রথম স্ত্রী সুগন্ধা গর্গ৷ তবে ইনস্টাগ্রামে রঘুকে মন ভরে শুভেচ্ছা জানান তিনি৷

সুগন্ধা ইনস্টাগ্রামে লেখেন, নতুন মিস্টার ও মিসেসে৷ অভিনন্দন...ছবি থেকেই বোঝা যাচ্ছে দারুণ হতে চলেছে এই সম্পর্ক৷ দুটো হার্ট সাইন দিয়ে সুগন্ধা লিখেছেন, একটা আমার আর একটা জুকজুকের পক্ষ থেকে৷ আমরা দুজনেই তোমাদের দুজনকে ভালোবাসি৷ তাড়াতাড়ি বম্বে ফিরে এস৷

প্রসঙ্গত, ২০০৬ সালে রঘুর সঙ্গে বিয়ে হয় সুগন্ধার৷ ১২ বছরের সম্পর্ক ভাঙে এবছরের জানুয়ারিতে৷ আলাদা হওয়ার সময় দুজনের মধ্যে হয়নি কোনও কাদা ছোঁড়াছুড়ি৷ দুজনে এখনও বেস্ট ফ্রেন্ড৷ নিউজ এইটিন 

মন্তব্যসাতদিনের সেরা