kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

টিয়ার জবানবন্দিতে বেলাল খান

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৮ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেটিয়ার জবানবন্দিতে বেলাল খান

আন্না পুনমের 'ভেনাসের ঝলসানো কিশোর ডানা' ছোট গল্প  অবলম্বনে সোহেল রানা বয়াতি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “টিয়ার জবানবন্দি”তে  “টিয়ে” শিরোনামের একটি ছড়া গানে কন্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান। ফয়েজ আহমেদের ‘টিয়ে’ শিরোনামের ছড়াতে সুর করেন সোহেল রানা বয়াতি, সঙ্গীত করেন এম এ রহমান।

এ প্রসঙ্গে বেলাল খান বলেন শিশুদের যৌন নির্যাতন বিষয়টিকে নির্মাতা মনস্তাত্ত্বিকভাবে এই স্বল্পদৈর্ঘ্য তুলে ধরেছেন। পাঠ্যবইয়ের ছড়াকে  গানে রুপান্তর এবং সে গানের  মাধ্যমেই চলচ্চিত্রটির মূল বক্তব্য প্রকাশ পায়।এরকম সচেতনতামূলক একটি কাজের সাথে থাকতে পারা আনন্দের।আশা করি গানটি শ্রোতাদের ভাল লাগবে।

বয়াতি বলেন “ছড়া গানটি আমার চলচ্চিত্রের মূলকথা প্রকাশ করবে কারন আমার চলচ্চিত্রের প্রধান চরিত্র হচ্ছে টিয়া পাখি এবং টিয়ার না বলা কথা গুলোই এই গানে প্রকাশ পায়।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিষ খন্দকার, জয়িতা মাহলানবিশ,ইকবাল বাবু,নিলুফার ওয়াহিদ ও শিশু শিল্পী বৃষ্টি।বিভিন্ন চলচিত্র উৎসবে অংশগ্রনের পর চলচ্চিত্রটি অনলাইনে মুক্তি দেয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা