kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

নিরামিষভোজীর সম্মাননা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৭ | পড়া যাবে ১ মিনিটেনিরামিষভোজীর সম্মাননা

কয়েক বছর আগেও তিনি ছিলেন মাংসাহারী। কিন্তু এখন পুরোপুরি নিরামিষভোজী। আর এ জন্য সম্প্রতি সম্মাননাও পেলেন আনুশকা শর্মা। প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যাল (পিইটিএ) তাঁকে ভারতের ‘হটেস্ট ভেজিটারিয়ান’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে। যদিও এ ক্ষেত্রে এটা তাঁর প্রথম সম্মাননা নয়।

২০১৫ ও ২০১৭ সালেও পিইটিএর ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছিলেন ‘জিরো’ তারকা। নিরামিষভোজী হওয়ার পর থেকে তাঁর জীবনটাই নাকি বদলে গেছে। তাঁর ভাষায়, ‘নিরামিষভোজী হওয়াটা আমার জীবনের সেরা সিদ্ধান্তের একটা। এখন আমি অনেক বেশি প্রাণশক্তি পাই, স্বাস্থ্যটাও বেশ ভালো আছে। এ ছাড়া এই ভেবে খুশি যে আমার জন্য কোনো প্রাণীকে অন্তত প্রাণ হারাতে হচ্ছে না।’

মন্তব্যসাতদিনের সেরা