kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

নিক জোনাসকে নিজের জালে ফাঁসিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া!

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৩ | পড়া যাবে ১ মিনিটেনিক জোনাসকে নিজের জালে ফাঁসিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে বাজে মন্তব্য করার পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্কিন এক সাংবাদিক। সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক গণমাধ্যম ‘দ্য কাটে’ প্রিয়াঙ্কা চোপড়াকে বিতর্কিত শিল্পী উল্লেখ করে সাংবাদিক মারিয়া স্মিথ বলেন, নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসকে নিজের জালে ফাঁসিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

তার মন্তব্যের পরপরই গণমাধ্যমটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে প্রবন্ধটির লেখক ও গণমাধ্যমটির তীব্র সমালোচনা করেন ভারতীয়রা। সমালোচনার ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমেও। এরই পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে ক্ষমা চান সাংবাদিক মারিয়া স্মিথ।

মন্তব্যসাতদিনের সেরা