kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

শহিদ কাপুরকে নিয়ে গুজব

কালের কণ্ঠ অনলাইন   

৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেশহিদ কাপুরকে নিয়ে গুজব

ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শহিদ কাপুর? সম্প্রতি বলিউডে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে শহিদ নাকি স্টমাক ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে। 

কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান জৈইন কাপুরের বাবা হয়েছেন শহিদ। মিশা ও জেইনকে নিয়ে শহিদ-মীরার এখন ভরা সংসার। তারই মাঝে খবর ছড়িয়ে পড়ে শাহিদ কাপুর নাকি স্টমাক ক্যান্সারে আক্রান্ত। খবরটি সত্যি না মিথ্যে জানতে পরিবারের কাছে জানতে চাওয়া হলে তাঁরা এই খবরে বেশ রেগে যান।

শহিদের পরিবারের এক সদস্য বলেন, আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এধরনের খবর কোথা থেকে পেলেন? এধরনের গুজব কারা রটায়?'

শহিদ কাপুরকে শেষবার দেখা গেছে শ্রদ্ধা কাপুরের বিপরীতে 'বেটি গুল মিটার চালু' ছবিতে। আপাতত শহিদ ব্যস্ত তেলেগু ব্লকবাস্টার ছবি অর্জুন রেড্ডির হিন্দি রিমেক 'কবীর সিং' ছবিতে। এই ছবিতে তাঁর নিজের লুক সোশ্যাল সাইটে শেয়ারও করেছেন শহিদ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। জিনিউজ

মন্তব্যসাতদিনের সেরা