kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

আনুশকা সন্তানসম্ভবা?

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৯ | পড়া যাবে ২ মিনিটেআনুশকা সন্তানসম্ভবা?

বিয়ের প্রায় এক বছর হয়ে গেল বিরাট কোহলি-আনুশকা শর্মার। ভারতের দুই জগতের দুই মহাতারকার দাম্পত্য জীবনে কি এবার আসতে চলছে নতুন কেউ? গুজব রটেছে, আনুশকা শর্মা নাকি মা হতে চলেছেন! শেষপর্যন্ত এই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী। আর মুখ খুলেই বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিলেন 'পিকে' খ্যাত এই নায়িকা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকাকে প্রশ্ন করা হয়, তিনি মা হতে চলেছেন কিনা? উত্তরে আনুশকা বলেছেন, 'গুজব রটানোই মানুষের কাজ। এটা পুরোপুরি অযৌক্তিক একটা খবর। মা হওয়ার খবর আবার কখনও গোপন করা যায় নাকি? বিয়ের খবর গোপন করা গেলেও, প্রেগন্যান্ট হওয়ার খবর কখনও লুকনো যায় না। বিয়ের পর প্রত্যেক অভিনেত্রীকেই বোধহয় এই প্রশ্নের মুখোমুখি হতে হয়।'

বলিউডের এই তারকা অভিনেত্রী এই গুজব নিয়ে আরও বলেন, 'মানুষ বিয়ের আগেই তোমাকে বিয়ে দিয়ে দেবে; আর অন্তঃসত্ত্বা হওয়ার আগেই মা বানিয়ে দেবে! এ সব বিষয়কে আমি পাত্তা দিই না। এগুলো শুনলে আমার হাসি পায়। খবরগুলো যখন পড়ি তখন মনে হয়, কোথা থেকে তৈরি হয় এই আজগুবি খবরগুলো? এখন আমি শুধুই কাজে মগ্ন।'

আনুশকার হাতে এখন প্রচুর কাজ। সামনেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে তার ছবি 'জিরো'। সিনেমা মুক্তির আগেই অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন তিনি। কারণ ১১ ডিসেম্বর তাদের প্রথম বিবাহবার্ষিকী। আর বিরাট কোহলি এই মুহূর্তে অষ্ট্রেলিয়া সফরে ব্যস্ত। সেখানেই তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করবেন কোহলি এবং আনুশকা।

মন্তব্যসাতদিনের সেরা