kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

দুবাইয়ে গাইতে গিয়ে জেলে মিকা সিং

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেদুবাইয়ে গাইতে গিয়ে জেলে মিকা সিং

যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড সংগীতশিল্পী মিকা সিং। দুবাইয়ে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মিকা সিং। তার বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোরীকে আপত্তিকর ছবি পাঠিয়েছেন তিনি।

ব্রাজিলীয় ওই তরুণী জানান, দুবাইয়ের এক অ্যাওয়ার্ড শোয়ে বলিউড গায়ক মিকা সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর মিকা সিং তাকে আপত্তিকর ছবি পাঠানোর পর ওই ব্রাজিলিয়ান কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর বৃহস্পতিবার রাত ৩টা নাগাদ মিকা সিংকে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি থানা হাজতে আছেন।

কনসার্টে অংশ নিতেই মূলত দুবাই গিয়েছিলেন মিকা সিং। তবে বর্তমানে হাজতে থাকায় এবারের কনসার্টে অংশ নিতে পারবেন না জনপ্রিয় এই গায়ক।

এর আগেও বেশ কয়েকবার যৌন হেনস্তার অভিযোগের শিকার হয়েছিলেন বলিউড সংগীতশিল্পী মিকা সিং

মন্তব্যসাতদিনের সেরা