kalerkantho

বিয়ের পরে একেবারে অন্য চেহারায় রণবীর

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০ | পড়া যাবে ১ মিনিটেবিয়ের পরে একেবারে অন্য চেহারায় রণবীর

সম্প্রতি মুক্তি পেয়েছে 'সিম্বা'-র ট্রেলর। বলিউডে অভিষেক করার পর পরই পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। যেখানে 'রাউডি' পুলিশ অফিসার সিম্বার বান্ধবীর ভূমিকায় দেখা যাচ্ছে সাইফ-কন্যাকে।

ধর্মা প্রোডাকশনের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর এবার সামনে এল প্রথম গান 'আখ মারে'। ৯-এর দশকের কুমার শানুর জনপ্রিয় গানের রিমেক শোনা যাবে 'সিম্বা'-য়। সেই সঙ্গে যুক্ত হয়েছে রণবীর এবং সারার মতো বলিউডের নতুন জুটির অন্যরকম রসায়ন।

এই গানে রণবীর সিং এবং সারা আলি খানের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে টিম 'গোলমাল'-কে। অর্থাত, তুষার কাপুর, শ্রেয়স তলপড়ে এবং আরশাদ ওয়ারসিকে। শুধু তাই নয়, সিনেমার ট্রেলারের শুরু এবং শেষে 'সিঙ্ঘম' অজয় দেবগণকেও দেখা গেছে বেশ কয়েক মুহূর্তের জন্য। 

যা এই সিনেমায় এক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে বলিউডবাসী।

মন্তব্যসাতদিনের সেরা