kalerkantho

মেক-আপ করতেই অক্ষয়ের লাগত ৬ ঘন্টা!

কালের কণ্ঠ অনলাইন   

২৮ নভেম্বর, ২০১৮ ২১:৪৪ | পড়া যাবে ২ মিনিটেমেক-আপ করতেই অক্ষয়ের লাগত ৬ ঘন্টা!

বড় পর্দা কাঁপাতে আসছে অক্ষয় কুমারের আরেকটি দুর্দান্ত মুভি। গত কয়েকবছর ধরে একের পর এক সুপারহিট মুভি উপহার দিয়ে যাওয়া অক্ষয় রিলিজ হতে চলা সায়েন্স ফিকশন '২.০' এর কাজে প্রচণ্ড পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের মাত্রা এতটাই ছিল যে, শুধুমাত্র অক্ষয়ের চরিত্রের মেক-আপ করতেই লাগত পাক্কা ৬ ঘণ্টা! সম্প্রতি একটি ইন্টারভিউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন স্বয়ং অক্ষয়।

সায়েন্স ফিকশন ছবি '২.০' তে খিলাড়ি অক্ষয়ের লুক প্রথম প্রকাশ পাওয়ার পর থেকেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পোশাক, হাতের আঙুলে বড় বড় নখ, লম্বা দাঁত, সেই সাথে আগুনে চোখ, ভিলেন হিসেবে অক্ষয়ের এই লুক মাত করেছে সকলকেই। কিন্তু এই লুকের নেপথ্যের কাহিনীই এতদিন পর শেয়ার করলেন অক্ষয়।

অক্ষয় জানিয়েছেন যে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে তাকে চুপ করে বসে নিজের শরীরকে ৩ জন মেক-আপ আর্টিস্টের হাতে ছেড়ে দিতে হত। শুধু তাই নয়, এমন কি শুটিংয়ের পরেও প্রায় আড়াই ঘন্টা লাগত তার এই মেক-আপ তুলে ফেলতে। পুরো শরীর ঢাকা থাকার জন্য শরীর থেকে ঘাম অবধি বেরনোর কোনও উপায় ছিলনা। মজা করে অক্ষয় বলেছেন যে, যখন মেক-আপ আর্টিস্টরা মেক-আপ খুলে নিতেন তখন তীব্র ঘামের গন্ধে নাজেহাল হতে হত তাদের সকলকেই।

প্রায় ৩৮ থেকে ৪০ দিন এরকম কঠিন শিডিউলের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল বলে জানিয়েছেন অক্ষয়। এছাড়াও প্রস্থেটিক মেক-আপ নেওয়ার পর থেকে কোনো কিছু চিবিয়ে খাওয়া একদম নিষিদ্ধ ছিল। যে কারণে শুধুই তরল খাবার খেয়েই ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হতো অক্ষয়কে।

কিন্তু এই সিনেমার জন্য 'ক্রো ম্যান' চরিত্রে প্রথমবার নিজেকে দেখে নিজেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। নিজের স্ত্রী টুইঙ্কল খান্না ও ছেলে আরভের সাথে তাই সেই মুহূর্তে সেলফি তুলে রাখতে ভোলেননি অক্ষয়। অক্ষয় ছাড়াও এই ছবিতে আছেন দক্ষিনী সুপারস্টার রজনিকান্ত। এস শঙ্কর পরিচালিত '২.০' মুক্তি পাবে নভেম্বরের ২৯ তারিখ।

মন্তব্যসাতদিনের সেরা