kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

হিন্দু রীতিতেই আচার পালন করবেন নিক

কালের কণ্ঠ অনলাইন   

২৭ নভেম্বর, ২০১৮ ১৫:৫৪ | পড়া যাবে ১ মিনিটেহিন্দু রীতিতেই আচার পালন করবেন নিক

দীপবীর' এর স্বপ্নের বিয়ের ছবি দেখে ভক্তরা অভিভূত।  এবার দেশি গার্লের সঙ্গে বিদেশি বরের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান দেখার অপেক্ষায় রয়েছে সকলে। দীপিকা, রণবীরের বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ, এমনকি বেঙ্গালুরুর রিসেপশনও হয়ে গিয়েছে। বাকি শুধু মুম্বাই রিসেপশনের। 

তবে দীপবীরের বিয়ের অনুষ্ঠান যখন শেষ, ঠিক তখনই শুরু হতে চলেছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ে। ২৯ তারিখ থেকে প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৮ তারিখ থেকেই।

জানা যাচ্ছে, ২৮ নভেম্বর, বুধবার মহা সমারোহে বিশেষ পূজার অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে প্রিয়াঙ্কার পরিবার। সেখানে প্রিয়াঙ্কার পরিবার তো বটেই, উপস্থিত থাকবে নিক জোনাসের পরিবারও। ইতিমধ্যেই এদেশে এসে পৌঁছেছে জোনাস পরিবার। 

সোমবার মুম্বাই বিমানবন্দরে নামতে দেখা যায় নিকের দাদা জো জোনাস ও বৌদি সোফি টার্নার (গেমস অফ থ্রোনস অভিনেত্রী)। সোমবার জো জোনাস, সোফি টার্নারের সঙ্গে বোন পরিণীতি চোপড়া ওবন্ধু আলিয়া ভাট সহ আরও বেশকয়েকজনকে নিয়ে ডিনারে যেতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। জিনিউজ 

মন্তব্যসাতদিনের সেরা