kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

কেন মাংস খাওয়া ছেড়েছিলেন কারিনা?

কালের কণ্ঠ অনলাইন   

২৭ নভেম্বর, ২০১৮ ১২:২২ | পড়া যাবে ১ মিনিটেকেন মাংস খাওয়া ছেড়েছিলেন কারিনা?

শহিদ কাপুর এখন বেবোর জীবনে অতীত। শহিদ ও কারিনা, দুজনেই জীবনেই আজ বহু পরিবর্তন হয়েছে। কারিনা বিয়ে করছেন তাঁর থেকে ১০ বছরের বড় ছোটে নবাব সাইফ আলি খানকে। অন্যদিকে শহিদও বিয়ের করেছেন পরিবারের দেখা ১৩ বছরের ছোট পাত্রী মীরা রাজপুতকে।

বিজ্ঞাপন

অথচ একসময় এই শহিদের প্রেমে পাগল কাপুর নন্দিনী সবকিছু ভুলেছিলেন।  

 শহিদ-করিনার প্রেম শুরু হয় ২০০৪ সালে 'ফিদা' ছবির শ্যুটিংয়ের সময়। প্রথম থেকেই কারিনা শহিদ বা কারিনা কেউ তাঁদের সম্পর্কের কথা লুকোননি। এমনকি শহিদকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন বেবো। জানা যায়, করিনা যখন শহিদের প্রেমে পরেন তখন তিনি মাছ মাংসা খেতেন। বিশেষ করে মাংস খেতে ভীষণই পছন্দ করতেন।  

তবে শহিদ কাপুর মাছ, মাংস খেতেন না। এক্কেবারেই শাকাহারি ছিলেন। শহিদের প্রেমে হাবুডুবু কারিনা তখন মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন, শুধু মাত্র শহিদের জন্যই। সেসময় শহিদ-করিনা ও সঙ্গে কারিশমার কফি উইথ করণের এপিসোডটিও হিট হয়। সেখানে এসে বোনের কাণ্ড কারখানার কথা জানান লোলো। জিনিউজসাতদিনের সেরা